 
                             
             
        ★ এসো হে সোনামণি! রাসূলুল্লাহ (ছা.)-এর আদর্শে নিজেকে গড়ি! ★ সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর
 
                        
আল্লাহ প্রদত্ত অফুরন্ত নে‘মত রাজির মধ্যে অন্যতম সেরা নে‘মত হচ্ছে ফুটন্ত ফুলের মত আমাদের শিশু-কিশোর ছোট্ট ভাই ও বোনেরা। তাদেরকে ইসলামী আদব-কায়দা মোতাবেক গড়ে তোলা সকল অভিভাবকের অপরিহার্য কর্তব্য। উক্ত কর্তব্য বোধে উদ্বুদ্ধ হয়ে শিশু-কিশোরদেরকে সঠিক দ্বীনের পথে পরিচালনার নেক নিয়তে ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর শুক্রবার মারকাযী জামে মসজিদ, নওদাপাড়া, রাজশাহীতে সকাল বেলার অধিবেশনে ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব পবিত্র কুরআনের সূরা হজ্জের ২৩ ও ২৪ নং আয়াতের আলোকে ‘সোনামণি’র এই সুন্দর ও মাধুর্যময় নামটি ঘোষণা করেন। অধিবেশনে উপস্থিত সকলে অত্যন্ত উৎসাহের সাথে তা সমর্থন করেন এবং ঐ দিন ‘সোনামণি’ সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।
 
                     
                     
                            
আল্লাহ প্রদত্ত অফুরন্ত নে‘মত রাজির মধ্যে অন্যতম সেরা নে‘মত হচ্ছে ফুটন্ত ফুলের মত আমাদের শিশু-কিশোর ছোট্ট ভাই ও বোনেরা। তাদেরকে ইসলামী আদব-কায়দা মোতাবেক গড়ে তোলা সকল অভিভাবকের অপরিহার্য কর্তব্য। উক্ত কর্তব্য বোধে উদ্বুদ্ধ হয়ে শিশু-কিশোরদেরকে সঠিক দ্বীনের পথে পরিচালনার নেক নিয়তে ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর শুক্রবার মারকাযী জামে মসজিদ, নওদাপাড়া, রাজশাহীতে সকাল বেলার অধিবেশনে ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব পবিত্র কুরআনের সূরা হজ্জের ২৩ ও ২৪ নং আয়াতের আলোকে ‘সোনামণি’র এই সুন্দর ও মাধুর্যময় নামটি ঘোষণা করেন।
 
                            